ছেলেবেলায় একটা হাবা ছেলেকে সবাই ক্ষেপাতাম। সে বড় পয়সা ভালবাসত। সবাই তাকে বলত পয়সা নিবি? অমনি সে হাত পাতে। আমি বললাম। সে হাত পাতত। পয়সা দিয়ে ফের নিয়ে নিতাম। শেষবারটা মজা করার জন্য পয়সাটা নিয়ে নিতাম, দিতাম না। সে ক্ষেপে গিয়ে বলে বেড়াত- নেম্মলটা খচ্চড়। দে”লে নে’লে, দে’লে নে’লে, ফের দে’লে, ফের নে’লে। নে’লে তো নে’লে, আর দে’লে না।
জীবনটা ঐরকম। মাঝে মাঝে সব নিয়ে নেয়। আর কিছু দেয় না।
-ভুল সত্য
Leave a Reply