পাঁচ নম্বর ফেরীঘাট জায়গাটা বোঘহয় ভাল নাআ। এই জায়গা মানুষের মনকে নরম করে ফেলে। চারদিকে আকাশ আর নীলাভ পাহাড়ের মায়া, রেলের মন্থর শান্টিঙ্গের শব্দ, স্টীমারের বিষণ্ণ ভোঁ ভোঁ আর সব কিছুর ভিতর দিয়ে অবিরল জলের শব্দ তুলে ব্রক্ষ্মপূত্রের বয়ে যাওয়া- এইসবের ভিতরে কি যেন রয়েছে। মন এলিয়ে পড়ে। দু’দন্ড বিশ্রাম নিতে ইচ্ছে করে। অবসোর ভোগ করতে বাসনা জাগে। ভাবতে ভাল লাগে একটি কমনীয় মুখশ্রীকে।
-ফেরা