Skip to content

শীর্ষেন্দু-৮

বড় অদ্ভুত বাড়ি। সারাদিনেও একটা কিছু পড়ে না, ভাঙে না, দুধ উথলে পড়ে না, ডাল ধরে যায় না। সুশৃঙ্খল্ভাবে সব চলে! তৃণাকে কোনো প্রয়োজনই হয় না কোথাও। একটা এলসেশিয়ান আর একটা বুলডগ বক্সার কুকুর আছে। সে দুটোরইও কোন ডাকখোঁজ নেই! কেবল শচীনের বুড়ো কাকাতুয়াটা কথা বলে পাকা পাকা। কিন্তু সে হচ্ছে শেখানো বুলি, প্রাণ নেই। অর্থ না বুঝে পাখি বলে- তৃণা, কাছে এসো…তৃণা কাছে এসো…
পাখিটা বুড়ো হয়েছে। একদিন মরে যাবে। তখন তৃণাকে কাছে ডাকার কেউ থাকবেনা।

-বাসস্টপে কেউ নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *