Skip to content

শীর্ষেন্দু-৯

দিগিন নীরবে চুরুট খেয়ে গেলেন কিছুক্ষণ। অন্যমনস্ক। একটা শ্বাস ফেলে বললেন-মানুষ জন্মায় কেন ফকির সাহেব?
– খোদায় মালুম। ফকির সাহেব উদাস উত্তর দেন। পানটা মজে এসেছে। নিমীলিত চোখে সেই স্বাদটা উপভোগ করতে করতে আস্তে করে বলেন- কৌন জানে। পয়দা বেফয়দা। তব ভি কুছ হ্যায় জরুর।

-ভুল সত্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *